Top

খুবি শিক্ষকদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

২৫ মে, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
খুবি শিক্ষকদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা হয়েছে একটি মিনি এসি কোস্টার। গাড়িটি আজ ২৫ মে (বুধবার) বিকাল ৪.১৫ মিনিটে সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে। 
এর আগে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং গাড়িতে চড়ে ঘুরে আসেন।
এই মহতী উদ্যোগের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক অনেক কিছুই অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে গাড়ির সংকট রয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এখনও সংস্থান সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষকবৃন্দ এই গাড়িটি পরিবহন পুলে প্রদান করায় পরিবহনের সমস্যা অনেকটা দূর হবে।
এসময় পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার