Top
সর্বশেষ

সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রবি

১৬ জানুয়ারি, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ
সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রবি
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৭ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১৬ কোটি ১৭ লাখ ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর দর বেড়েছে ৩৩ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের দর বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৮ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৪ দশমিক ৬৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২২ দশমিক ৩৫ শতাংশ, সামিট পাওয়ারের ২২ দশমিক শূন্য ৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২১ দশমিক শূন্য ৯ শতংশ, বিএসআরএম স্টিলের ২০ দশমিক ৪৯ শতাংশ এবং অ্যাপোলো ইস্পাতের ১৮ দশমিক ৬৭ শতাংশ দাম বেড়েছে।

শেয়ার