Top
সর্বশেষ

জাবিতে  ছাত্রদল কর্মীকে তুলে এনে ছাত্রলীগের হেনস্তার অভিযোগ 

২৬ মে, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
জাবিতে  ছাত্রদল কর্মীকে তুলে এনে ছাত্রলীগের হেনস্তার অভিযোগ 
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীকে তুলে এনে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।  
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা গেরুয়া থেকে তাকে তুলে আনা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
হেনস্তার শিকার হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল কর্মী রাজন বলেন, ‘ ছাত্রদলের একটি পোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। পোগ্রামের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। সেগুলো দেখে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা আমার উপর ক্ষিপ্ত হয় এবং গেরুয়া হতে আমাকে তুলে নিয়ে গিয়ে হেনস্তা করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ কর্মী সাগর সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবধরনের নাশকতা বিশৃঙ্খলার বিপক্ষে লড়ে যাচ্ছে। রাজন সহ ছাত্রদল কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা জানার পর রাজনকে ধরি। তাকে কোন হেনস্তা করা হয়নি বরং শুধু লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। সে লিখিত মুচলেকা দিয়েছে যে এরকম আর ভবিষ্যতে  করবে না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল  বলেন,  ‘আমরা সবসময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিপক্ষে। ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হোক এটা আমরা কখনো চাই না। ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসে সুবিধা করতে পারছিলো না এজন্য ওরা ঢাকা আরিচা রোডে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিলো তখন  ছাত্রলীগ কর্মীরা একজনকে ধরে এবং সে মুচলেকা দেয় যে এরকম কিছু ভবিষ্যতে করবে না। তবে কারো গায়ে হাত তোলা হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমাকে কোন অভিযোগপত্র দেওয়া হয়নি তবে অভিযোগপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতিবাদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে মীর মশাররফ হোসেন হলের গেইট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ অনুষ্ঠান শেষ করে তারা।
শেয়ার