Top
সর্বশেষ

শেখ হাসিনার অধিনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না :হাফিজউদ্দিন আহমেদ

২৬ মে, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
শেখ হাসিনার অধিনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না :হাফিজউদ্দিন আহমেদ
ময়মনসিংহ প্রতিনিধি :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার অধিনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না। বিএনপি না গেলে কোনো নির্বাচন হতে দেবে না। নিশিরাতের ভোট বারবার করা যাবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনা পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুস করে ফেলে দিতে চায়। আওয়ামী লীগের দুঃশাসন চরমে পৌঁছেছে। দেশের মানুষ সাহসী জিয়ার সৈনিক। রক্ত দিয়ে হলেও মানুষ সৎলোকের শাসন কায়েম করবে।

মেজর হাফিজ আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গনতন্ত্রের জন্য। দেশে এখন গনতন্ত্র নেই। বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কটুক্তি, হত্যার হুমকি, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ এবং মহানগর বিএনপির উদ্যোগে নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনসহ অন্যরা।

শেয়ার