Top

জবির নতুন ক্যাম্পাস কতদূর?

২৬ মে, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
জবির নতুন ক্যাম্পাস কতদূর?
এম মামুন হোসেন, জবি :

ঢাকার কেরানীগঞ্জে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস নির্মাণের টাকা হাতে পাওয়ার তিন বছরে পেরিয়ে গেলেও সীমানা প্রাচীর নির্মাণেই আটকে আছে নির্মাণ প্রকল্পের কাজ। একই সময়ে ক্যাম্পাস নির্মাণে ২০০ একর ভূমি অধিগ্রহণের কথা থাকলেও অধিগ্রহণ করা হয়েছে ১৮৮.৬০ একর জমি। বাকি রয়েছে এখনও ১১.৪০ একর জমি। পাশাপাশি সেখানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য চলছে একটি অস্থায়ী মাঠ নির্মাণের কাজও। শুধু এই সীমানা প্রাচীর নির্মাণেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় চায় এক বছর। তবে কর্মরত শ্রমিকদের দাবি, প্রাচীর নির্মাণ করতে লেগে যাবে দুই বছর।

২০১৬ সালে হল আন্দোলনের দুই বছর দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল ২০২০ সালের অক্টোবরে। কিন্তু সেই কাজের মেয়াদ ইতোমধ্যে তিন দফায় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু কাজের কচ্ছপ গতি বলেই দেয় তিন দফা বাড়িয়েও এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হবে প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স। এভাবে চলতে থাকলে যে আগামী এক দশকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ করা অসম্ভব হয়ে পড়বে, তা বলাই যায়।

এদিকে আজও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান। আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অনিয়মের আশ্রয় নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি ও ক্যাম্পাস নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে ঠিকাদারি প্রতিষ্ঠান আরবানাকে কাজ পাইয়ে দেন। তারা একটা মাস্টারপ্ল্যান তৈরিও করে। সেটা প্রধানমন্ত্রীর নিকট প্রদর্শনও করা হয়েছিল। কিন্তু নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ইমদাদুল হক নিয়োগ পাওয়ার পর তিনি মাস্টারপ্ল্যান ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াই বাতিল করেন।

মাস্টারপ্ল্যানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, মাস্টারপ্ল্যানের কাজের জন্য পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করেছে। এদের ভেতর থেকে মূল্যায়ন করা হবে। আশাকরি খুব দ্রুতই এটা নিয়ে বৈঠক করা হবে।

এদিকে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস নির্মাণের দোহাই দিয়ে থামিয়ে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের দশকপূর্তির অনুষ্ঠানে এসে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প অনুমোদনের কথা জানিয়েছিলেন।

ওই ‘অধিকতর উন্নয়ন প্রকল্পে’র অধীনে কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি দশতলা ছাত্রহল ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন ভেঙে ২০ তলা একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। প্রস্তাবিত এ প্রকল্পের অধীনে একাডেমিক ভবনের তৈরির জন্য ১২৬ কোটি ৪২ লাখ ও হল নির্মাণে ৬৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু ২০১৬ সালে কেরাণীগঞ্জে ক্যাম্পাস নির্মাণের ঘোষণায় আর আগাইনি এই প্রকল্প। অথচ এতদিনে না হয়েছে দ্বিতীয় ক্যাম্পাসের দৃশ্যমান অগ্রগতি, না হয়েছে বর্তমান ক্যাম্পাসের সামান্যতম উন্নয়ন। ফলে, একে শুভঙ্করের ফাঁকি হিসেবেই ধরে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর, এই ফাঁকিবাজির জালে আটকে আজও আবাসন সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত দেশের অন্যতম সেরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখানে উল্লেখ্য, ছাত্রীদের জন্য ১৬ তলাবিশিষ্ট একটি আবাসিক হল নির্মাণ করা হয়েছে। যাতে থাকার সুযোগ পাচ্ছেন ১২০০ ছাত্রী।

এদিকে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগ্রামের পরও বিশ্ববিদ্যালয়ের এসব সমস্যার সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। মেসভাড়া করে থাকতে গিয়ে টিউশনি বা অন্য উপার্জনের পথ বেছে নিতে হচ্ছে তাদের। এতে করে নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ চলছে৷ আমরা চাচ্ছি দ্রুতই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তৈরির কাজে হাত দিতে। এজন্য মাস্টারপ্ল্যানের কাজ চলছে। আশাকরি দ্রুতই তা হয়ে যাবে।’ ভূমি অধিগ্রহণ অসম্পূর্ণ থাকার বিষয়ে তিনি বলেন, ‘সামান্য কিছু ভূমি অধিগ্রহণ করতে বাকি রয়েছে। এটার অধিগ্রহণও প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই তা সম্পন্ন হয়ে যাবে।’

উল্লেখ্য, ২০১৬ সালে দখলকৃত হল উদ্ধারের দাবিতে বৃহত্তরে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তখন কেরানীগঞ্জে হল নির্মাণের আশ্বাসে আন্দোলন বন্ধ করে তারা।

শেয়ার