Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৬ জানুয়ারি, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

পৌর নির্বাচনে ফেনীর দাগনভূঞার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার গোরফান উদ্দিন।

প্রিজাইডিং অফিসার গোরফান উদ্দিন জানান,  আজ সকাল সাড়ে ৯ টার দিকে দাগনভূঞা পৌর নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে দ্রুত সরে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পরেন।

তিনি জানান, এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভয় পেয়ে অনেক ভোটার কেন্দ্র থেকে চলে গেছেন। বর্তমানে ভোটকেন্দ্রে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি আছেন।

উল্লেখ্য, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৮৫ জন।  এ ভোট কেন্দ্রের মধ্যে ৬ টি বুথ রয়েছে।

শেয়ার