Top
সর্বশেষ

টাঙ্গাইলে মাদক কারবারি আটক

২৭ মে, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদক কারবারি আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের সদরে ৩ হাজার ৬০১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার(২৭মে) ভোরে উপজেলার পিচুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার পিচুরিয়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আলম মিয়া (৪৫)। এসময় ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৬০১ পিস ইয়াবা, একটি মোবাইলসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার