Top

নানিয়ারচরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

২৮ মে, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ
নানিয়ারচরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিন্দু কুমার চাকমা (৫২) ও মিলা চাকমা (৪৭) নামের স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সয়ন্দর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে  নানিয়ারচর উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সয়ন্দর পাড়া এলাকায় ৫-৬জন শ্রমিক রাবার বাগানে কাজ করতে এসে পানি খাওয়ার জন্য বিন্দু কুমার চাকমার বাড়িতে প্রবেশ করে।
অনেক ডাকাডাকি করার পর কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের পিছনের কক্ষে দেখে স্বামী-স্ত্রীর দু’জনের মরদেহ পরে থাকতে দেখে। বাড়িটি দুর্গম পাহাড়ে হওয়ায় পাশে কাউকে না পেয়ে রাবার বাগান শ্রমিকরা স্বামী-স্ত্রীর মরদেহ দু’টির দাহ ক্রিয়া সম্পন্ন করে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি। যেহেতু দুর্গম এলাকা, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগে মরদেহ দু’টি শ্রমিকরা দাহ করে ফেলেছে। পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।
শেয়ার