Top

ঝিনাইগাতীতে ঝড়ে গ্রমীণ ফোনের নেটওয়ার্ক টাওয়ার ভেঙ্গে  আহত-১

২৮ মে, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে ঝড়ে গ্রমীণ ফোনের নেটওয়ার্ক টাওয়ার ভেঙ্গে  আহত-১
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ঝড়ে গ্রামীণফোন কোম্পানীর একটি নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। এতে মো. লিকসন মিয়া (২৮) নামে এক ব্যবসায়ি আহত হয়েছেন। ওই সময় দুইটি দোকান ক্ষতিগ্রস্খ হয়।  শুক্রবার(২৭ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে ওই ঘটনা ঘটে। আহত লিকসন মিয়া পার্শ্ববর্তী বালিয়াচন্ডি গ্রামের মো. সরোয়ার্দীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ভ্যারাইটিজ দোকান ব্যবসায়ী মো. লিকসন মিয়া নিজের দোকান খুলে পরিস্কার পরিচ্ছন্ন করার সময় হঠাৎ করে বিকট শব্দে দোকানের পাশের মোবাইল টাওয়ারটি লিকসন মিয়ার মুদি দোকান এবং সিদ্দিকের মোবাইল সরঞ্জামসহ ইলেকট্রিকের দোকানের উপর ভেঙে পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং সেখানে আটকে পড়েন। পরে তার চিৎকারে বৃষ্টির মধ্যেই আশেপাশের লোকজন ছুটে এসে তাকে বের করে আনেন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিকসন মিয়া জানান, বিকেলে সামান্য বৃষ্টি হচ্ছিল। সেসময় আমি দোকান খুলে পরিচ্ছন্নতার কাজ করছিলাম। হঠাৎ মোবাইল টাওয়ারটি আমার দোকানের উপর ভেঙ্গে পড়ে দোকানঘরটি দুমড়ে-মুচড়ে যায়। টাওয়ারটি ভেঙে পড়ার পর প্রচুর বৃষ্টি হওয়ায় দোকানের সকল মালামাল ভিজে গিয়ে তার প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে গ্রামীণফোনের শেরপুর, ঝিনাইগাতী ও শ্রীবরদীর দায়িত্বপ্রাপ্ত ডিষ্ট্রিবিউশন ম্যানেজার মো. এরশাদ মিয়া টেলিফোনে জানান, বিকেলে ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ময়মনসিংহ থেকে টেকনিক্যাল টিম ইতোমধ্যে শেরপুরে চলে এসেছেন। আমরা টেকনিক্যাল টিমসহ ঘটনাস্থলে আছি। সরেজমিনে বিস্তারিত জেনে আহত ব্যবসায়ীর চিকিৎসাসহ ক্ষতিপূরণের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার