Top
সর্বশেষ

খালেদাকে ‘টুস’ করে ফেলে দিতে চাওয়ার প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের সমাবেশ

২৮ মে, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
খালেদাকে ‘টুস’ করে ফেলে দিতে চাওয়ার প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি :

‘পদ্মা সেতুতে নিয়ে খালেদাকে টুস করে ফেলে দেওয়া উচিত’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

শনিবার (২৮ মে) বিকেল ৫ টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে তারা। এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে একত্রিত হতে থাকে নেতাকর্মীরা। সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় সর্তক অবস্থানে ছিলো পুলিশ। বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে নেতাকর্মীরা একত্রিত হওয়ার পর সমাবেশ শুরু হয়।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ অনেকে।

বক্তারা বলেন, একটি দলের প্রধান ও সরকার প্রধান হয়ে শেখ হাসিনা আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেছে, তা কটুক্তি। শেখ হাসিনার এমন বক্তব্যে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নেতাকর্মীরা দেশব্যাপী সরকার দলীয় নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন। তারা দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এ সরকারকে উৎখাত করবে বলেও হুশিয়ারি দেয়।

শেয়ার