Top
সর্বশেষ

শেরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২৮ মে, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
শেরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সম্পর্কে কুটুক্তি এবং ছাত্রদলের উপর গুলি বর্ষণের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ মে ) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতা আবু রায়হান রুপন, আক্রামুজ্জামান রাহাত, শওকত হোসেন, জিতেন্দ্র মজুমদার, আতাহারুল ইসলাম আতা, মাহফুজুল হক মোল্লাসহ যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখন। এসময় জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

শেয়ার