Top
সর্বশেষ

মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

১৬ জানুয়ারি, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলার নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী আ্যলেক্স এজার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি পদত্যাগের ঘোষণা সংক্রান্ত দুই পৃষ্ঠার চিঠি দিয়েছেন। পদত্যাগপত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ১২ জানুয়ারি। তবে আ্যলেক্সের পদত্যাগের খবরটি শনিবার (১৬ জানুয়ারি) প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

আ্যলেক্স এজার আইনসভা ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলা এবং এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের দেরীতে নিন্দা জানানোর সমালোচনা করে তার পদ থেকে সরে দাঁড়ান। তিনিসহ বিদায় বেলায় ট্রাম্পের ক্যাবিনেট থেকে ৪ জন মন্ত্রী পদত্যাগ করলেন।

স্বাস্থ্যমন্ত্রী আ্যলেক্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিন্দা জানানোর বিলম্বের কারণে তার প্রশাসনের গত চার বছরের সকল অর্জন হুমকির মুখে পড়েছে। তিনি মনে করেন এই ঘটনার সাথে সাথে নিন্দা জানানো উচিত ছিল প্রেসিডেন্টের।

স্বাস্থ্যমন্ত্রী এজার সকল প্রকার সহিংসতার নিন্দা করেন। ক্যাপিটল হিলে হামলাকে মার্কিন গণতন্ত্রের ওপর হামলা বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার