মহামারী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় মাসব্যাপী আবারও চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আয়োজন করতে যাচ্ছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার (৩১ মে) বিকাল সাড়ে তিনটায় নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা শুরু হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ মেলার উদ্বোধন করবেন বলে জানান চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
রোববার (২৯ মে) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলনে বাণিজ্য মেলার আয়োজন ও যাবতীয় প্রস্তুতি বিষয়ে জানান চেম্বার সভাপতি।
তিনি বলেন, কোভিডের কারণে আমরা গত ২০২০ সালে বাণিজ্য মেলা হঠাৎ বন্ধ করা হয়েছিল। এতে যে ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণ করেছিলেন, তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টিও আমাদের বিবেচনা করেছিলাম। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতে ২৯তম বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে দেশীয় শিল্প প্রসারে বিশেষ ভূমিকা পালন করে।
তিনি বলেন, এবারের মেলায় তিনটি স্টলে জামদানি বিক্রি হবে। তারা জামদানি এখানে তৈরি করে বিক্রি করবে, এটাই তিনটি স্টলের বৈশিষ্ট্য। এবারের মেলায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভারত, থাইল্যান্ড ও ইরানের বিভিন্ন স্টল থাকবে।
তিনি জানান, এবারের মেলার ব্যাপ্তি প্রায় ৪ লাখ বর্গফুট। এতে ১৭টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়াম স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, ২টি আলাদা জোন নিয়ে ৩৭০ টি স্টলে ৩১০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়া মেলা শিশুদের জন্য ৩ হাজার বর্গফুটের বিনোদন কেন্দ্র রাখা হবে। এবারের মেলায় টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। তবে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকেটের ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ গাড়িসহ ফায়ার সার্ভিসের একটি টিম মেলায় সার্বক্ষণিকভাবে থাকবে।
নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও প্রাইভেট সিকিউরিটি থাকবেন। এছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গণ মনিটর করা হবে।
সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, মেলা প্রাঙ্গণে ওয়াই-ফাই অনলাইন সুবিধা, তথ্য কেন্দ্র এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রেড-ক্রিসেন্ট, সন্ধানী এবং প্রতিবন্ধীদের জন্য একটি করে স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া শিল্প-সাহিত্যে-সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে রাখা হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য একটি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ এমএ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।