Top

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, আটক ২৫ জন

২৯ মে, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, আটক ২৫ জন
ফেনী প্রতিনিধি :

ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে আড্ডা দেওয়ায় ২৫ স্কুল-কলেজের শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্রকে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা-গল্পে সময় নষ্ট করে আসছিল। বিশেষ করে শহরের রাজাঝির দিঘীর পাড়ে ও মহিপাল সংলগ্ন বিজয়সিংহ দিঘীর পাড়ে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের ঘোরাঘুরি করতে দেখা যায়। সম্প্রতি সব বিনোদনকেন্দ্রে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের প্রবেশ করতে নিষেধাজ্ঞার নোটিশ ঝুলায় কর্তৃপক্ষ। কিন্তু তাতেও শিক্ষার্থীরা কেউ কর্ণপাত করেনি। এ অবস্থায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

প্রবাসী জালাল আহমেদ জানান, এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকুক। দিঘীর পাড়, পার্কে অভিযানের পাশাপাশি কলেজ সময়ে শহরের বিভিন্ন রেস্টুরেন্টেও অভিযান পরিচালনা করা উচিত। অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, স্কুল ও কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনেকেন্দ্র ঘুরতে আসে। অনেক সময় নোংরামিতে জড়িয়ে পড়ে অনেক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। মা ও বাবা সন্তানদের শিক্ষপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা ও বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় ভিন্নস্থানে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

 

শেয়ার