Top

সাত বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, পলাতক সৎ বাবা

৩০ মে, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
সাত বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, পলাতক সৎ বাবা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে মোকাররম হোসাইন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাত বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মোকাররম হোসাইন পলাতক। বর্তমানে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শিশুটি তার মা ইয়াসমিন এবং সৎ বাবা মোকারমের সঙ্গে নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ এলাকায় থাকত। আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর গৃহকর্মীর কাজ করা ইয়াসমিন ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মোকারককে বিয়ে করেন।

স্বজনদের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রোববার (২৯ মে) বেলা ১১টায় দুষ্টুমি করায় আল আমিনের গলা টিপে ধরেন মোকাররম। এতে তার শ্বাস আটকে যায়। শিশুটির মা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র জানায়, প্রতিদিনের মত রোববারও আল আমিনকে ঘরে রেখে ইয়াসমিন কাজে গিয়েছিলেন, ওই সময় মোকাররম বাসায় ছিলেন। ইয়াসমিন যখন কাজে, তখন মোকাররম তাকে ফোনে খবর দেন, আল আমিন বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ইয়াসমিন বাসায় ফিরলে দুজনে মিলে দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ঘটনার পর থেকে মোকাররম হোসাইন পলাতক। তাকে আটকে চেষ্টা চলছে। লাশ ময়নাতদেন্তর জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন আক্তার অথবা পরিবারের কেউ মামলা করবেন বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে ছেলের মৃত্যুর কথা শুনে ইয়াসমিন সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার