Top
সর্বশেষ

সুনামগঞ্জে বন্যায় রাস্তাঘাট, সেতু ও কালভার্টের ব্যাপক ক্ষতি

৩০ মে, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
সুনামগঞ্জে বন্যায় রাস্তাঘাট, সেতু ও কালভার্টের ব্যাপক ক্ষতি
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে বন্যায় রাস্তাঘাট, সেতু ও কালভার্টের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। দ্রুত রাস্তাঘাট মেরামত করে চলাচলের সুবিধা প্রদান করতে দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন। জানা যায়, দোয়ারাবাজার উপজেলায় রামপুর গ্রামের পাশে ২০০৯ সালে একটি সেতু নির্মাণ করা হয়। পাহাড়ি ঢলে সেতুটি ভেঙ্গে যায়। ফলে সুনামগঞ্জ ও ছাতকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুধু এই একটি সেতু নয়, এবারের বন্যায় সুনামগঞ্জে আটটি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় ক্ষতি হয়েছে ৫৫২ কিলোমিটার সড়কের। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৫০০ কিলোমিটার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ৫২ কিলোমিটার। এ ছাড়া বিশ্বম্ভরপুর উপজেলায় শক্তিয়ারখলা এলাকায় থাকা একটি রাবার বাঁধ ও কিছু বেড়িবাঁধেরও ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায়। গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এসব সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। ছাতকের নোয়ারাবাই-বাংলাবাজার সড়ক, ছাতক-জাউয়াবাজার সড়ক, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক, কৈতক-হায়দরপুর সড়ক, লামা-রসুলগঞ্জ সড়কের বেশি ক্ষতি হয়েছে। তাহিরপুরের তাহিরপুর-বাদাঘাট সড়ক, সীমান্তবর্তী লাউড়ের গড়- কলাগাঁও সড়ক; বিশ্বম্ভরপুরের নিয়ামতপুর-ফতেপুর-আনোয়ারপুর সড়ক, সলুকাবাদ ইউনিয়নের ভাটেরটেক এলাকায় দুটি স্থানে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে গেছে।

দোয়ারাবাজারের দোয়ারাবাজার-বাংলাবাজার সড়ক, দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক, দোয়ারাবাজার-বোগলা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম সোমবার বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যমতে, জেলায় এলজিইডির প্রায় ৫০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাকার অঙ্কে ক্ষতি ১৫০ কোটি টাকার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, বন্যায় তাঁদের ৫২ কিলোমিটার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ১৪ মে থেকে বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেয়।

শেয়ার