Top
সর্বশেষ

টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল

৩১ মে, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল
হাসান সিকদার, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে ঝাড়– মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে ঝাড়– মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের ঝাড়– মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক সহ-সভাপতি
শাহনাজ খান নার্গিস, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার প্রমুখ। সভায় জেলা ও শহর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার