Top

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ ফের যাত্রী আটক

০১ জুন, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ ফের যাত্রী আটক
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে, শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১শ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এসময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে, গত ২৯ মে সকাল সাড়ে ১০ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করলে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখান থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়।

শেয়ার