চলমান করোনা পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে কলকাতা শহরও। বন্ধ হয়ে গিয়েছিল মান্না দে’র বিখ্যাত সেই ‘কফি হাউজ’। অবশেষে দীর্ঘ ১০১ দিন পর বুধবার (১ জুলাই) খুলে দেয়া হয়েছে কফি হাউজটি।
তবে চালু হলেও আগের চেয়ে অর্ধেক টেবিল কমিয়ে দেয়া হয়েছে এখন। আগে নীচতলা ও দু’তলা মিলিয়ে ছিল ১০০ টি টেবিল। এখন কমিয়ে প্রতি তলায় ২৫টি করে মোট ৫০টি টেবিল দেয়া হয়েছে।
জানা যায়, কলকাতায় এখন সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল কফি হাউজ খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। আগে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত এই বিপণী।
আনলক পর্বে কফি হাউস খোলার প্রথম দিনেই আবেগে গা ভাসাতে আসা অনীশা ঘোষের দাবি, ‘গত উনিশ বছর ধরে কফি হাউসে আসছি। শেষ তিন মাস আসতে পারিনি, তাই মনে একটু উচাটন ছিল। তাই যখন খবর পেলাম আজ থেকে কফি হাউস খুলছে। ছুটে চলে এলাম।’