টাঙ্গাইল পৌরসভায় অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার সময় স্থানীয় প্রশাসনের অভিযানে বন্ধ হয়ে যায় ওই আয়োজন।
বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত বরের বাবাকে ৪০ হাজার ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানাও করে।
টাঙ্গাইল পৌরসভার আশেকপুর গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।
বাল্যবিয়ের কনে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বর শাহ আলম একই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতা করতেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সকালে ১৩ বছরের ওই কিশোরীর বাল্যবিয়ে আয়োজনের খবর পান তিনি। পরে সেখানে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা নূরে আলমকে ১০ হাজার এবং বরের বাবা আবদুর আজিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না- মর্মে মুচলেকা নেয়া হয়।
অভিযানের সময় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মী ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন উপস্থিত ছিলেন।