Top
সর্বশেষ

মহামারি করোনার মধ্যেও জুনে রেকর্ড রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

০৩ জুলাই, ২০২০ ৯:১৫ পূর্বাহ্ণ
মহামারি করোনার মধ্যেও জুনে রেকর্ড রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

বিশ্বব্যপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রেমিট্যান্স প্রবাহ কামার পরেও দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে প্রথমবারের মতো এ মাইলফলক স্পর্শ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে করোনাভাইরাস মহামারির মধ্যেও প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮৩ কোটি ৩০ লাখ ডলার। একমাসে রেমিট্যান্স পাঠানোর ইতিহাসে এটিও সর্বোচ্চ। এর আগে করোনা মহামারির মধ্যেই ৩ জুন প্রথমবারের মতো দেশের রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে।

শেয়ার