Top

সাংবাদিকদের কেউ হয়রাণী করলে লিগ্যাল নোটিশ দিবো

০৪ জুন, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
সাংবাদিকদের কেউ হয়রাণী করলে লিগ্যাল নোটিশ দিবো
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন- সাংবাদিকদের অন্যায় ভাবে কেউ হয়রাণী করলে আমরা তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিবো।

শনিবার সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত রাঙামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপ্রতি বলেন- তবে সাংবাদিকতার নামে সারাদেশে যা চলছে এটাকে বন্ধ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের সম্মান করতেন। যে কারণে সাংবাদিকদের সুরক্ষায় ১৯৭৪সালে প্রেস কাউন্সিল আইন বাস্তবায়ন করেন।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব ( অতিরিক্ত সচিব) মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।

কর্মশালার ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ বিষয়ে আলোচনা করা হয়। এসময় জেলার ৪০জন সংবাদ কর্মী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

 

শেয়ার