করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই পরিপ্রেক্ষিতে শনিবার (৪ জুন) থেকে চট্টগ্রামসহ সারাদেশে সকাল ৯টায় শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ, চলবে ১০ জুন পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
চলতি সপ্তাহের প্রথম দিন থেকে চট্টগ্রামে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে দেয়া করা হচ্ছে করোনার বুস্টার ডোজ। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, উপজেলার হাসপাতালগুলোতে টিকা দেয়া হচ্ছে। আর অস্থায়ী কেন্দ্রের মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে এবং গ্রামের ক্ষেত্রে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী কেন্দ্র পরিচালিত হচ্ছে।
বুস্টার সপ্তাহে সারা দেশব্যাপি ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। এজন্য সাধারণ মানুষদের মোবাইলে এসএমএস আসার অপেক্ষা করতে হবে না বলে জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, বুস্টার ডোজের জন্য অবশ্যই সাথে করে টিকা কার্ডটি নিয়ে যেতে হবে। নগর এবং উপজেলার সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে ১৫টি উপজেলার মধ্যে প্রতিটি কেন্দ্রে রুটিন মাফিক টিকা কার্যক্রম চলবে। প্রতিটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুসারে টিকা দেওয়া হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে করোনার বুস্টার সপ্তাহ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় বা বুস্টার ডোজ করোনা টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জনকে দ্বিতীয় ডোজ এবং ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৯৪৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।