Top

জাবিতে মেয়েদের হলে সিট বন্টন নিয়ে নানা অভিযোগ

০৫ জুন, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
জাবিতে মেয়েদের হলে সিট বন্টন নিয়ে নানা অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে  সিট বন্টন নিয়ে  অভিযোগ উঠেছে। যেসকল শিক্ষার্থী নিয়মিত হলের গনরুমে থেকেছেন, নিয়মিত হাজিরা দিয়েছেন তারা সিট না পেয়ে পাচ্ছেন ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠনের কর্মীরা বা হল প্রশাসনের সাথে যাদের সম্পর্ক ভালো তারা ।

বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা এবং জাহানারা ইমাম হলে উঠে এসেছে এই অভিযোগ।  মেয়েদের হলগুলোতে সিট সংকটের কারণে গনরুমে থাকতে হচ্ছে একই সাথে ৪৯ ও ৫০ ব্যাচকে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা নিয়মিত হলে থাকবে এবং নিয়মিত হাজিরা দিবে শুধুমাত্র তারাই আগে সিট পাবে। কিন্তু তার ব্যত্যয় ঘটেছে। যারা ক্ষমতাশীন দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বা দলীয় কর্মীর পছন্দের তাদেরকে  সিটে তুলে দিচ্ছেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।  অন্যদিকে হল প্রভোস্ট বা হলের দায়িত্বরত শিক্ষকদের লবিংয়ে হলে সিট পাচ্ছেন অনেকে। এদের মধ্যে কেউ-বা দায়িত্বরত শিক্ষকদের বিভাগের শিক্ষার্থী নয়তো নিকট আত্মীয়।

নাম না প্রকাশের শর্তে শেখ হাসিনা হলের একাধিক  আবাসীক শিক্ষার্থী জানান, “৪৯  ব্যাচের অনেকে এখনো গণরুমে আছে। পলিটিকাল ব্লকে  উঠার কারনে অনেকে তাড়াতাড়ি রুম পেয়ে গেছে। অনেক মেয়ে লবিং করে রুম পেয়েছে যারা এক মাসও থাকেনি গণরুমে।  অথচ আমরা আছি ৫-৬ মাস ধরে গনরুমে পড়ে আছি। হল কর্তৃপক্ষ বলে আসন ফাঁকা নাই কিন্তু  প্রচুর অনিয়মিত  ছাত্রী দিয়ে রুম গুলো ভরা। যারা কেউ হলে নিয়মিত থাকেনা এমনকি  আসেও-না। অথচ যারা নিয়মিত এবং যাদের বাসা দূরে এরকম অনেকে রুম পায় নি। তাদেরকে থাকতে হচ্ছে গণরুমে।”

নাম প্রকাশে অনিচ্ছুক জাহানারা ইমাম হলের ৪৯ তম ব্যাচের  একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, “ টানা গণরুমে থাকার পরও হলে সিট পাইনি , অথচ আমাদের সহপাঠী অনেকেই রাজনীতি করার কারনে তাড়াতাড়ি হলে সিট পেয়ে গেছে। এমনকি যারা গনরুমে অনিয়মিত ছিল তারা লবিং করে সিট পেয়ে গেছে। কিন্তু আমরা যারা হলে নিয়মিত থাকি তারা সিট এখনো পাইনি।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা বলেন,  “সিট দিতে ছাত্রলীগের চাপ নেই। আমাকে কেউ এ ব্যাপারে অনুরোধও করিনি। লবিংয়ের ব্যাপারটাও আমি জানি না। আমার আগে দায়িত্বে যারা ছিলেন তারা কিভাবে সিট বন্টন করেছেন এটা আমার জানার কথা না। তবে কেউ যদি লবিং করে সিট পায় এবং কেউ যদি নিয়মিত হলে থেকেও সিট না পায় এবং এ-ব্যাপারে যদি অভিযোগপত্র দিতে পারে তাহলে আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, “ছাত্রলীগের সবাইকে বৈধভাবে আবাসিকতা নিয়ে হলে থাকতে বলা হয়েছে। অবৈধভাবে কেউ সিট দখল করে থাকছে না। আমি এটাও জানি ছাত্রলীগের রাজনীতি করার কারনে অনেকের সিট পেতে কষ্ট হয়। কেউ জোর করে সিট দখল করেছে এরকম অভিযোগ পেলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটির সভাপতি  অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, “হলে সিট বণ্টন করবেন হল প্রাধ্যক্ষ। এটির নিয়ন্ত্রণ কোনো ছাত্র সংগঠনের হাতে যেতে পারে না। কিংবা লবিং করে সিট বন্টনেরও নিয়ম নেই। এ নিয়ে প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করব এবং সমস্যা জেনে ব্যবস্থা নেওয়া হবে। “

শেয়ার