Top
সর্বশেষ

পরিবেশ দিবস উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষ রোপণ

০৫ জুন, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
পরিবেশ দিবস উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষ রোপণ
নজরুল ইসলাম, জবি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ৬টি বৃক্ষরোপণ করেছে শাখা ছাত্রলীগ।

রোববার (৫ জুন) দুপুর ২ ঘটিকায় ‘Only one earth’ স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে, বিজ্ঞান ভবনের ও কলা ভবনের আশেপাশে এ গাছ লাগানোর কর্মসূচি পালন করেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় সংসদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয় এবং দেশের ছাত্রলীগের সব ইউনিটকে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ছয়টি তো কোনো বিষয় না, গাছ আমরা আরও লাগাবো। আজকে একটি প্রোগ্রামের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আরও বৃক্ষ রোপন করা হবে।

শেয়ার