Top
সর্বশেষ

দেশে করোনায় একদিনে মৃত্যু ৪২, শনাক্ত ৩ হাজার ১১৪

০৩ জুলাই, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ
দেশে করোনায় একদিনে মৃত্যু ৪২, শনাক্ত ৩ হাজার ১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় শনাক্ত হয় ৪ হাজার ১৯ জনের। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৩৮ জনের।

শেয়ার