Top
সর্বশেষ

সিলেটে রাজপথ দখলে মরিয়া আ’লীগ-বিএনপি

০৬ জুন, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
সিলেটে রাজপথ দখলে মরিয়া আ’লীগ-বিএনপি
সিলেট প্রতিনিধি :

হঠাৎ সিলেটের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নিচ্ছে। সম্প্রতি পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী কটুক্তি করেছেন-এমন অভিযোগ তুলে রাজপথে সোচ্চার হয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। ইতোমধ্যে সিলেট নগরসহ জেলার সবকটি উপজেলায় সরকারবিরোধী নানা কর্মসূচি পালন করছে বিএনপি। সভা-সমাবেশ করে হুমকি দিচ্ছে সরকার পতনের একদফা আন্দোলনের।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও হুঁশিয়ারি দিচ্ছে বিরোধীপক্ষকে ছাড় না দেয়ার। দু’দলের এমন ঘোষণার পর সিলেটের রাজনীতিতে উত্তাপের আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন পর সিলেটের রাজপথ দখলে রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে উঠছে। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি। আবার কখনো ছাত্রলীগ বা ছাত্রদল। মূলত এবার রাজপথ দখল করতে মরিয়া দু’দলের নেতাকর্মীরা। উত্তাল হচ্ছে ছাত্র রাজনীতিও।

পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দুই পক্ষই। দুই পক্ষই চায় রাজপথ দখলে রাখতে। অন্য দলগুলোও নিজেদের সরব উপস্থিতি জানান দিতে তৎপর। সরকারি দলের নেতারা বলেছেন, কোনও রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের বাধা দেওয়ার পরিকল্পনা নেই। তবে আন্দোলনের নামে সন্ত্রাস ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিলে তারা বসে থাকবে না। রাজনৈতিকভাবেই তা প্রতিহত করবে।

জানা যায়, বিএনপি দীর্ঘদিন রাজপথে খুব একটা নামতে না পারলেও গত মাসের মাঝামাঝি থেকে বেশ সোচ্চার। এরই মধ্যে গত মঙ্গলবার সিলেটে শোডাউন করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক র‌্যালীকে ঘিরে তারা এই শোডাউন করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল।

এই শোডাউনে সিলেট থেকে সরকার হঠাও আন্দোলন শুরুর ঘোষণা দেয়া হয়। এরপর থেকে সিলেটের রাজনীতিতে কম্পন চলছে। বিএনপি’র এই ঘোষণাকে সহজভাবে নেননি আওয়ামী লীগের নেতারা। বিএনপি’র এ কর্মসূচির পাল্টা জবাব দিয়েছে আওয়ামী লীগ। শনিবার শোডাউন করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচি পালনে লোক সমাগম ঘটান দলের নেতারা। আর এতে অংশ নিয়েছিলেন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। ওইদিন দুপুরে জেলা আওয়ামী লীগ ও বিকালে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই শোডাউন করা হয়।

এর বাইরেও ১৩ উপজেলায় কর্মসূচি পালন করা হয়। তবে সিলেট জেলার কর্মসূচিতে এসে যুক্ত হয়েছিল দক্ষিণ সুরমা ও সদর আওয়ামী লীগের দু’টি মিছিল। শোডাউনে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি হত্যার হুমকি দিচ্ছে। তাদের এই আস্ফালনে আমরা ভীত নই। তাদের এই দুঃসাহসের জবাব রাজপথেই দেয়া হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেটের মানুষকে নিয়ে প্রস্তুত আছে।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করে থাকে তারা কী ক্ষমতা ছেড়ে দেয়। এটা আদায় করতে হবে, সেটা জনগণের শক্তিতেই আদায় করতে হবে। আমাদের তো কোনো শক্তি নেই, শক্তি একটাই-সেটা হচ্ছে জনগণ। বিএনপি জনগনকে সাথে নিয়েই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় দেবে।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সব সময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। আমরা ক্ষমতায় থাকলে বিএনপিকে অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেই। বিএনপি সেই সুযোগের অপব্যবহার করে। বিএনপি ছাত্রদলকে দিয়ে রাজপথে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ছাত্রদলকে মাঠে নামানো হয়েছে। তবে রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগ দেখবে কত ধানে কত চাল। সব কিছুর শেষ আছে। আগুন নিয়ে খেললে পরিণাম ভালো হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এর উপযুক্ত জবাব দেবে। আওয়ামী লীগ রাজপথে ছিল, থাকবে। আন্দোলনের নামে সন্ত্রাস করলে রাজপথে জবাব দেবে আওয়ামী লীগ।

শেয়ার