Top
সর্বশেষ

সীতাকুণ্ড বিস্ফোরণের এ ঘটনার সঠিক তদন্ত করতে হবে : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী

০৬ জুন, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
সীতাকুণ্ড বিস্ফোরণের এ ঘটনার সঠিক তদন্ত করতে হবে : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :

যেকোন ঘটনার তদন্তে ঢিলেমি হয় স্বীকার করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী ড. এনামুর রহমান বলেছেন, বিএম ডিপোর ঘটনায় আমরা শোকাহত। এটি একটি নির্মম ঘটনা। আমরা বলব, এ ঘটনার সঠিক তদন্ত করতে হবে। সোমবার (৬ জুন) সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম ডিপো পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ড. এনামুর রহমান বলেন, আগুন লেগে ফায়ার সার্ভিসের ৯ জন মারা গেছেন। আরো কয়েকজন নিখোঁজ আছেন। তারা সাধারণ মানুষের সাথে মিশে গেছেন। এখন পর্যন্ত ২৪ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে নিহতদের দাফন ও আহতদের টিকিৎসার জন্য ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। ২ হাজার প্যাকেট শুকনা খাবারের ব্যবস্থা করেছি। নিহতের পরিবারকে এক লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। আমরা আজ এখানে দেখতে এসেছি। প্রতিটা মুহূর্তের খবর আমরা নিয়েছি। যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার আমরা নিয়েছি। হাসপাতালগুলোতে খাবার ও ওষুধের সংকট নেই।

ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী বলেন, সেনাবাহিনীর ১০ প্লাটন ও পুলিশ সদস্যরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চটা করার। আহতদের চিকিৎসা শতভাগ নিশ্চিত করার আদেশ দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, এ ঘটনায় রপ্তানীমুখী অনেক পণ্য নষ্ট হয়েছে। প্রতিটা দুর্যোগ থেকে আমরা শিক্ষাগ্রহণ করি। তবে দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বেড়েছে। প্রতিটি শিল্প কারখানায় ফায়ার এক্সিটের ব্যবস্থা আছে। এটা কারখানা না, এটা ডিপো। এখানে ফায়ার সেপটি আছে কিনা তা তদন্ত করলে বের হবে।

এসময় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার