Top
সর্বশেষ

পাটকল বন্ধের প্রতিবাদে রোববার ইসলামী শ্রমিক আন্দোলনের মানববন্ধন

০৪ জুলাই, ২০২০ ৯:০৭ পূর্বাহ্ণ
পাটকল বন্ধের প্রতিবাদে রোববার ইসলামী শ্রমিক আন্দোলনের মানববন্ধন

করোনার এই দুঃসময়ে পাটকল বন্ধের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী শ্রমিক আন্দোলন।  ৫ জুলাই বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সংগঠনটি।

শুক্রবার ( ৩ জলাই) জুমার নামাজের পর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় পল্টনে অনুষ্ঠিতে এক জরুরি সভায় মাববন্ধন কর্মসূচি ঘোষণা করেন ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন।

তিনি বলেন, সরকার দেশ ধ্বংসের জন্য পাটকল বন্ধের আত্নঘাতী সিদ্ধান্ত নিয়ে অসংখ্য শ্রমিক ও তাদের পরিবার পরিজনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আমরা মানববন্ধন কর্মসূচি দিয়েছি। এর মধ্যেই সরকারকে এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি নেতাকর্মীদের পাটকল শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান।

মুহাম্মাদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবদুর রহমান, সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক ও সহ-প্রচার সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান বক্তব্য রাখেন।

শেয়ার