Top

মাগুরার আড়পাড়া ক্লিনিকে রোগীর মৃত্যু, বিচারের দাবীতে মানব বন্ধন

০৬ জুন, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
মাগুরার আড়পাড়া ক্লিনিকে রোগীর মৃত্যু, বিচারের দাবীতে মানব বন্ধন
মগুরা প্রতিনিধি :

মাগুরার শালিখাতে সিলগালা ক্লিনিকে অবৈধ অপারেশনে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু। ঘটনার সাথে জড়িত ক্লিনিক মালিক ও ডাক্তারের মৃত্যুদন্ডের দাবিতে এলাকাবাসী মানব বন্ধন করেছে।

মাগুরার শালিখাতে সিলগালা ক্লিনিকে অবৈধ অপারেশনে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৬জুন সোমবার শালিখার কুমারকোটা আলিম মাদ্রসার সামনে ক্লিনিক মালিক ও ডাক্তারের মৃত্য দন্ডের দাবিতে মান বন্ধন করেছে মাদরাসা কতৃপক্ষ ও শিক্ষার্থীরা। গত রবিবার সকাল ১০টায় উপজেলার পুকুরিয়া গ্রামের নাজমুল মোল্লার কন্যা নিরজলা(১৩) এ্যপেন্ডিক্স অপারেশন করলে ওটির ভেতরেই তার মৃত্যু হয়।এ ব্যপারে সিভিল সার্জন মাগুরা ডাঃ মোঃ শহীদুল্লাহ্ দেওয়ান আলহেরা প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে মালিক বাচ্চুমিয়ার স্ত্রী নার্স কারিমনকে আটক করে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলামের নিকট প্রেরণ করেন। এবং পুনরায় ক্লিনিকে সিল গালা করেছেন।
এ বিষয়ে শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা বলেন সিএস স্যার এর নির্দেশে আমরা ঐ ক্লিনিকের মালিক বাচ্চু মিয়া,তার স্ত্রী নার্স কারিমন,অপারেশনে জড়িত ডাক্তার সনিয়া শারমিন, জামিউল হাসান সেতুর ও অজ্ঞাত অজ্ঞান ডা.মাছুদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়ার জন্য কতৃপক্ষকে জানিয়ে দিয়েছি। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।

শেয়ার