Top
সর্বশেষ

সীতাকুণ্ড ট্রাজেডি : বিএম ডিপো থেকে আরও দুটি মরদেহ উদ্ধার

০৭ জুন, ২০২২ ২:১১ অপরাহ্ণ
সীতাকুণ্ড ট্রাজেডি : বিএম ডিপো থেকে আরও দুটি মরদেহ উদ্ধার
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম  :

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি মরদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে এই দুটি লাশের ভস্মীভূত অংশ বিশেষ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘দুটি মরদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার করেছি আমরা। এদের একটির পাশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বুট আর পিপিইর আলামত পেয়েছি, অন্যটির আলামতের মধ্যে সিকিউরিটির পোশাকের পোড়া অংশ ছিল। তাই ধারণা করছি এই মরদেহগুলোর একটি ফায়ার সার্ভিসের সদস্যের অন্যটি ডিপোর সিকিউরিটির দায়িত্বে থাকা কারও।’

প্রসঙ্গত, সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ৪১ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নতুন করে উদ্ধার হওয়া এই দুটি মরদেহ সহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ টি। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার