Top

বিএম ডিপো এখনো পুরোপুরি সেফ নয় : পুলিশ মহাপরিদর্শক

০৭ জুন, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
বিএম ডিপো এখনো পুরোপুরি সেফ নয় : পুলিশ মহাপরিদর্শক
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম  :

চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি বিএম ডিপো এখনো পুরোপুরি সেফ জোন নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টার দিকে ডিপো পরিদর্শন করেন আইজিপি।

এ সময় আইজিপি বলেন, এ ঘটনায় সরকারি সংস্থার পাশাপাশি ফায়ার সার্ভিসও তদন্ত কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছ থেকে তদন্ত প্রতিবেদন পেলেই আমরা আইনি প্রক্রিয়া শুরু করবো।
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ প্রায় ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। এক পুলিশ সদস্যের পা কেটে ফেলতে হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের খোঁজ-খবর নেন তিনি। এই অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা জানান আইজিপি।

তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হবে। তবে ডিপো থেকে এখনো ধোঁয়া উঠছে। জায়গাটি এখনো পুরোপুরি সেফ জোন হিসেবে বিবেচিত নয়।’

উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে, পরে সেটা বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফায়ার এখন পর্যন্ত সার্ভিসের ৯ কর্মীসহ ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ , ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার