Top
সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে এসিডের কনটেইনারে ধোঁয়া, শ্রমিকদের মধ্যে আতঙ্ক

০৭ জুন, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দরে রাখা এসিড জাতীয় পদার্থের একটি কনটেইনার থেকে ধোঁয়া উঠতে শুরু করায় জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কনটেইনারটি সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে কর্মীরা একটি পুরনো কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখেন। এটি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা নয়। এরপরও আমরা দ্রুত কনটেইনারটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।

বন্দরের ৭ নম্বর ইয়ার্ডের একজন কর্মকর্তা জানান, ২০১২ সাল থেকে এসিড জাতীয় পদার্থের একটি কনটেইনার এই ইয়াডে পড়ে আছে। সেটি থেকে ধোঁয়া উঠে। এর মধ্যে সীতাকুণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এ ধোঁয়া দেখে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বন্দর চেয়ারম্যানের নির্দেশে কনটেইনারটি আলাদা করে বন্দরের ভেতরে অকশন গোলায় কাস্টমস কর্তৃপক্ষকে নিষ্পত্তির জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার