Top

জনবসতি এলাকার বিপজ্জনক শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে : চট্টগ্রাম জেলা প্রশাসক

০৮ জুন, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
জনবসতি এলাকার বিপজ্জনক শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে : চট্টগ্রাম জেলা প্রশাসক
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান বলেছেন, যেসব শিল্প প্রতিষ্ঠান বিপজ্জনক, পরিবেশ ও স্বাস্থ্য-জীবনের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এ রকম একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তালিকাটি তৈরি হবে। যদি এ রকম কোনো শিল্প প্রতিষ্ঠান খুঁজে পাই, তবে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চমেক হাসপাতালের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। তার মধ্যে চট্টগ্রাম সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। দেশের যত রকম ব্যবসা বাণিজ্য রয়েছে তার সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। এখানে আমরা দেখেছি, আগে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আশপাশে জনবসতিগুলো গড়ে উঠেছে। শিল্প প্রতিষ্ঠানগুলো যখন গড়ে উঠে তখন তারা সরকারের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। আমরা এসব প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করছি। অনেকগুলো প্রতিষ্ঠানের তালিকা আমাদের হাতে এসেছে। এ রকম জনবসতি এলাকায় সেসব বিপজ্জনক কলকারখানা বা শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিত করা হচ্ছে।

জেলা প্রশাসক মমিনুর রহমান আরও বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন এখন পুরোপুরি নিভেছে। আগুন নিভানোর পরে ওখানে যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ধ্বংসস্তুপ সরানোর পরে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা জানা যাবে। পাশাপাশি তদন্ত কার্যক্রম শুরু হবে। আর কোনো লাশ পড়ে আছে কিনা তাও আগামীকাল জানাতে পারবো। এখনও চমেকসহ আশপাশে হাসপাতালে ৯৯ জন আহত মানুষ চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন কিছু রোগী। এখন পর্যন্ত হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগী মৃত্যুবরণ করেনি।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৯ জন নিহতের পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি। আজকেও আরও পাঁচজন আহতের পরিবারকে সহায়তা দিয়েছি। এখানে যখন যারা আসছে তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তাসহ যাবতীয় চিকিৎসা সুবিধা দিয়ে আসছি। আজ পর্যন্ত ২৬টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ১৭টি পরিচয়হীন মৃতদেহ ডিএনএ পরীক্ষার জন্য রাখা হয়েছে। এসব মৃতদেহ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। ডিএনএ রিপোর্ট করতে ১৫ থেকে ১ মাস লাগতে পারে। এরপরে তাদের আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

এসময় সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণে আহত ৫ পরিবারের সদস্যদের হাতে নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণ শেষে জেলা প্রশাসক বলেন, ভৌগোলিক দিক থেকে চট্টগ্রাম ঘনবসতিপূর্ণ এলাকা। ব্যবসা-বাণিজ্যের প্রসারের কারণে চট্টগ্রামকে বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন বলা হয়। ইতিমধ্যে আমরা লোকালয়ের আশেপাশে গড়ে ওঠা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান চিহ্নিত করেছি। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার