Top

নিখোঁজের তিনদিন পর মিললো তাজুলের ঝুলন্ত লাশ

০৮ জুন, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
নিখোঁজের তিনদিন পর মিললো তাজুলের ঝুলন্ত লাশ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় বৃদ্ধ তাজুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সকালে অজ্ঞাত থাকলেও দুপুরে তার পরিচয় মিলেছে। ওই বৃদ্ধের নাম তাজুল ইসলাম (৬৫)। সে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তারা ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রাম থেকে সোনাইমুড়ি নতুন বাড়ী করেন। বিষয়টি নিশ্চিত করেন মৃত তাজুল ইসলামের ছেলে বাবুল।

বাণিজ্য প্রতিদিনকে তার ছেলে বাবুল জানায়, তাজুল ইসলাম গত তিনদিন আগে তার বোনের বাড়ী ফেনীতে যাবার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি।

বুধবার ভোরে রেলওয়ের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহের সুরতাহাল রিপোর্ট করতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপী ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। পরে রেলওয়ে পুলিশের কাছে তাজুল ইসলামের মৃতদেহ হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। আলামত জব্দ করে একই সাথে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়।

নিহত তাজুল ইসলাম চার সন্তানের জনক। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতো।

নিহতের ছেলে বাবুল মুঠোফোনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানান।

বিপি/এসকে

শেয়ার