Top
সর্বশেষ

সিরাজগঞ্জে পদোন্নতি প্রাপ্ত ২ পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

০৮ জুন, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পদোন্নতি প্রাপ্ত ২ পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত ২ উর্ধতন পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি এবং সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

তাদের এ পদোন্নতিতে মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। এ অনুষ্ঠানে পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, সার্কেলবৃন্দ, ওসিগণ, পুলিশ লাইন্স ও পুলিশ অফিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের কর্মকর্তারা কেক কেটে সকলকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ বিনিময় করেন।

বিপি/এসকে

শেয়ার