চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন কাজীর দেউরিতে মো.মইনুদ্দিন (৩০) নামের এক যুবক খুন হয়েছে। বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের জেরে ছুরিকাঘাত করে তাকে খুন করার তথ্য জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মো. মোবারক (২৭) আলী নামের আরও একজন আহত হয়েছেন। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৫নয় ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের আত্মীয়রা জানায়, আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবু এই ঘটনা ঘটিয়েছে। নিহত ও আহতের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। সে কাজীর দেউরি, আসকার দিঘী কাজি বাড়ি কিশোর গ্যাংয়ের লিডার।
বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউরি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে গরিবুল্লাহ শাহতে নেমে ২নং গলি খালার বাসায় ফিরছিল। নিহত মঈনুদ্দিন (৩০) নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ডে বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর সঙ্গে ভুক্তভোগীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পিস্তল বাবু। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ বাবুকে ধরতে অভিযান শুরু করেছে বলে জানান ওসি জাহিদুল কবির।
বিপি/এসকে