Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর দাফন সম্পন্ন

০৯ জুন, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর দাফন সম্পন্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাসগাঁতী কবরস্থানে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে চণ্ডীদাসগাঁতি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে চন্ডীদাসগাঁতী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ২টার দিকে আব্দুল বারীর লাশ ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেয়।

প্রসঙ্গত, বুধবার (৮ জুন) সকালে রাজধানী ঢাকার হাতিরঝিলের পুলিশ প্লাজার কাছে নিকেতনের বিপরীত দিকে লেকের পাশের রাস্তা থেকে আব্দুল বারীর পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাতসহ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে। তিনি ডিবিসি নিউজের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

 

শেয়ার