Top
সর্বশেষ

কেশবপুরে উপজেলা প্রশাসনের সাথে শিশুদের সংলাপ

০৯ জুন, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
কেশবপুরে উপজেলা প্রশাসনের সাথে শিশুদের সংলাপ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে বৃহস্পতিবার বিকেলে পরিত্রাণের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সিডা’র অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল

বাংলাদেশের সহযোগীতায় পরিত্রাণের উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ন্যাশনাল টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সভাপতি পিয়া দাসের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।

সংলাপ সভায় কেশবপুরের সিএসও প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধিগণ এবং পরিত্রাণের প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম ও প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস উপস্থিত ছিলেন।

এনসিটিএফ’র শিশুরা কেশবপুর হাসপাতালে কিশোর কিশোরী ডেস্ক ও কাউন্সিলিং সেন্টার, কেশবপুর সরকারী ডিগ্রি কলেজে কিশোরীদের জন্য হাইজন ম্যানেজমেন্ট কর্ণার স্থাপন, আলতাপোলসহ সকল দলিত পল্লীর রাস্তা সংস্কার ও কাঁচা রাস্তা পাকাকরণের পাশাপাশি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি তোলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবি পূরণের প্রতিশ্রæতি দেওয়া হয়।

শেয়ার