মাগুরা জেলার শালিখা উপজেলার রামানন্দকাঠি গ্রামে আদালতের আদেশ অমান্য করে আইয়ুব হোসেন ওরফে জাহিদুল ইসলাম নামের এক প্রভাবশালী লোক গায়ের জোরে বিরোধীয় জমিতে পাকা ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহক রাখায় যে কোন সময় ঐই এলাকায় জীবন হানি ও শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, দরিখাটুর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে আইয়ুব হোসেন ওরফে জাহিদুল ইসলাম এলাকায় একজন প্রভাবশালী লোক।
তিনি একই গ্রামের নজরুল ইসলামের নিজ নামীয় শালিখা উপজেলার ৯২ নম্বর সাবেক খাটুর মেীজার এস.এ খতিয়ান ৩১, এস.এ দাগ নম্বর ১৯/১৬, জমি পরিমান ৬৭ শতক সম্পূর্ন বেআইনী ভাবে গায়ের জোরে জবর দখল করে পাকা নির্মাণ কাজ শুরম্ন করেছে।
জমির মালিক নজরুল ইসলাম ঘটনাস’লে যেয়ে প্রতিপড়্গকে অবৈধ নির্মাণ কাজ করতে বাধা দিলে তাকে নানা রকম হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করে ঘটনাস’ল থেকে তারিয়ে দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে নজুরল ইসলাম মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে ১৪৪ ধারার একটি মামলা করে। যার মামলা নম্বর শালিখা পি- ২২২/২২। বিজ্ঞ বিচারক বাদীর জবানবন্দী গ্রহন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা শালিখা থানাকে নালিশি জমিতে সি’তি অবস্থা বজায় রাথার ও তদন্ত করে প্রতিবেদন জমাা দেবার নির্দেশ দেন।
শালিখা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু বিবাদী পক্ষ আইয়ুব হোসেন বিজ্ঞ আদালত ও পুলিশের আদেশ অমান্য করে নিজের প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যার ফলে যে কোন সময় ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।