চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের একটি কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ১০টায় শহীদ আবদুর রব হলের বগিভিত্তিক গ্রুপ ভিএক্স ও বাংলার মুখের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত পাঁচটি কক্ষ ভাঙচুর করে তারা।
দুই পক্ষই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষে বাংলার মুখের পাঁচ কর্মী আহত হন। তারা হলেন—ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনোয়ার ও একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের তৌফিক এলাহি মুন। বাকি দুই জনের নাম-পরিচয় জানা যায়নি।
উভয়পক্ষের কর্মীরা জানান, শহীদ আবদুর রব হলের ২৪৭ নম্বর কক্ষের দুই গ্রেপের কর্মীরাই থাকেন। ওই কক্ষে নিজেদের আরও কর্মী তুলতে চাচ্ছিলেন ভিএক্স গ্রুপের নেতারা। এ নিয়ে বিকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতে সংঘর্ষ ঘটে। তবে রাতেই উভয়পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে বলে জানা গেছে।