Top
সর্বশেষ

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০ জুন, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের র‌্যাব-১২’র মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ মামুনুর রশীদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেপ্তারকৃত মামুনুর রশীদ রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাটিকাঁটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রাম এলাকার র‌্যাব-১২’র মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪০৫(চারশত পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধারসহ নগদ ৯০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিপি/এসকে

শেয়ার