Top
সর্বশেষ

টয়লেট থেকে মোবাইল-টাকা উদ্ধার করতে গিয়ে যুবকের মৃত্যু

১০ জুন, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
টয়লেট থেকে মোবাইল-টাকা উদ্ধার করতে গিয়ে যুবকের মৃত্যু
মো. জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা উঠাতে গিয়ে মৃত্যু হয়ছে এক যুবকের। শুক্রবার (১০ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার চকর্কীতি ইউনয়িনরে ০৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামে এঘটনা ঘটে।

মৃত যুবক কামরুল হক (৩৬) শিবগঞ্জ উপজলোর চকর্কীতি ইউনিয়নের ০৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামের আবুল হোসনেরে ছেলে।

চকর্কীতি ইউনিয়নের ০৬ নম্বর ওর্য়াড সদস্য শামীম রেজা বলেন, সকালে কামরুল হক তার নিজের কাঁচা টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়। মোবাইল ফোনের কভারের সাথে কিছু টাকাও রাখা থাকায় টাকা ও ফোনটি দ্রুত উদ্ধার করতে গিয়ে টয়লেটের মধ্যে পড়ে যান। এসময় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসান আনু মিয়া জানান, সকালে টয়লেটে ব্যবহার করতে গিয়ে ভেতরে মোবাইল পড়ে যায়। মোবাইল তুলতে টয়লেটে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরে টয়লেট থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ মুঠোফোনে বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি চককীর্তি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। মরদেহ দাফনের পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

বিপি/এসকে

শেয়ার