পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় পি কে হালদারের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা পি কে হালদার ও তার অর্থ- দুটোই ফেরত দিতে চেয়েছে।’
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কানাডায় বাড়ি করা বন্ধ। সেখানে যারা বাড়ি করেছে বা টাকা রেখেছে, এসব টাকা ফিরিয়ে আনার ব্যাপারে ওই দেশের সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের এসব টাকা ফেরত দেবে বলে জানিয়েছে।’
বিদেশে পাচার হওয়া অর্থ নির্ধারিত কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে। অপ্রদর্শিত অর্থ দেশে ফেরত আনতে এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
কালো টাকা সাদা করার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘টাকা ডিজিটাল মাধ্যমে পাচার হচ্ছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ উন্নত দেশও এ ধরনের সুযোগ দেয়। নানা কারণে টাকা পাচার হয়, কোনও প্রমাণ ছাড়া এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। তবে কারও কারও ক্ষেত্রে অ্যাকশনও নেওয়া হচ্ছে প্রমাণ সাপেক্ষে। এগুলো আমরা চেষ্টা করছি ফেরত আনতে। আপনারা বাধা দিয়েন না। বাধা দিয়ে লাভ কী।’
তিনি বলেন, ‘আমরা এগুলো কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ বলি। আমরা এ দেশের মানুষের কল্যাণেই এ সিদ্ধান্ত নিয়েছি।’