Top
সর্বশেষ

মাদকসহ ইবি মুক্তিযোদ্ধা মঞ্চের সম্পাদকসহ আটক ২

১০ জুন, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
মাদকসহ ইবি মুক্তিযোদ্ধা মঞ্চের সম্পাদকসহ আটক ২
ইবি প্রতিনিধি :

মাদকসহ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদকসহ দুইজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে তাদের আটক করে ইবি থানা পুলিশ।

আটককৃতরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু আহমেদ এবং একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)। আটককৃত তনু বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক ও শাখা ছাত্রলীগ কর্মী।

পুলিশ ও প্রক্টরিয়াল বডি সূত্র জানিয়েছে, তারা স্থানীয় মাদক ব্যবসায়ী বাবুলের কাছ থেকে মাদক সংগ্রহ করে। গোপন তথ্যের ভিত্তিতে ইবি থানার এসআই অনিকসহ পুলিশ কর্মকর্তারা ২৫ গ্রাম গাজাসহ তাদের আটক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি। আমার কাছে তাদের বিষয়ে কিছু সুপারিশ এসেছে ছেড়ে দেয়ার জন্য। আমি বলেছি মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।

ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইন সবার জন্য সমান। এ বিষয়ে ছাড় দেয়ার সুযোগ নেই। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার