Top
সর্বশেষ

রাষ্ট্রায়ত্ত ১১ প্রতিষ্ঠানের লোকসান ৫ হাজার কোটি টাকা

১১ জুন, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
রাষ্ট্রায়ত্ত ১১ প্রতিষ্ঠানের লোকসান ৫ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক :

অদক্ষতা ও গ্রাহক পর্যায়ে ভর্তুকি বৃদ্ধির প্রভাব পড়েছে সরকারি প্রতিষ্ঠানের মুনাফার ওপর। চলতি অর্থবছর ১১টি সরকারি প্রতিষ্ঠানের লোকসান হয়েছে ৫ হাজার ৪ কোটি টাকা। এই লোকসানের বেশিরভাগই হয়েছে বিদ্যুৎ, সরকারি বিপণন, চিনি এবং সার খাতের প্রতিষ্ঠানগুলোতে। আগের অর্থবছর সরকারি ৯টি প্রতিষ্ঠান লোকসান করে ২ হাজার ৬০ কোটি টাকা। আর সামগ্রিকভাবে সরকারি প্রতিষ্ঠানের মুনাফা ব্যাপক কমে ২ হাজার ৮৬৭ কোটি টাকায় নেমেছে। আগের অর্থবছর যেখানে মুনাফা ছিল ১৫ হাজার ১৬০ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় সরকারি ৫০ সংস্থার মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করা হয়। চলতি অর্থবছরের হিসাব দেওয়া হয়েছে গত ২৩ মে পর্যন্ত তথ্যের ভিত্তিতে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর সর্বোচ্চ লোকসানে পড়েছে বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান। আগের দুই অর্থবছর মুনাফা করার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবার ১ হাজার ৮৯৬ কোটি টাকা নিট লোকসান করেছে। অর্থবছর শেষে লোকসানের পরিমাণ আরও বাড়বে। গত অর্থবছর ১৪৬ কোটি টাকার মুনাফা করে এ সংস্থা।
লোকসানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির এবার লোকসান বেড়ে ১ হাজার ১৫৯ কোটি টাকায় ঠেকেছে। আগের বছর ছিল ৩০৩ কোটি টাকা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবার ৮৮২ কোটি টাকার লোকসান করেছে। গত অর্থবছর লোকসান হয় ১ হাজার ৩৬ কোটি টাকা। প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোকবল থাকা ও বাড়তি পরিচালন ব্যয়সহ নানা কারণে প্রতিষ্ঠানটি বড় লোকসান গুনে আসছে বলে জানান সংশ্নিষ্টরা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) লোকসান বেড়ে ৫৫২ কোটি টাকা হয়েছে। গত অর্থবছর যা ছিল ৫৪০ কোটি টাকা।

বাংলাদেশ পাটকল করপোরেশন গত ২৩ মে পর্যন্ত লোকসান করেছে ৩০৮ কোটি টাকা। আগের অর্থবছর এই প্রতিষ্ঠানের লোকসান ছিল ৪০৬ কোটি টাকা। বিআরটিসির লোকসান হয়েছে ১০১ কোটি টাকা। গত অর্থবছর সংস্থাটি লোকসান করে ১২০ কোটি টাকা। বিএফডিসির লোকসান ১৯ কোটি টাকা থেকে বেড়ে ২২ কোটি টাকা ছাড়িয়েছে।

বিআইডব্লিউটিএ গত তিন অর্থবছরে মুনাফা করলেও এবার লোকসান করেছে ৪৬ কোটি টাকা। বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের লোকসান আগের অর্থবছরের ৫৮ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ কোটি টাকা। বিআইডব্লিউটিসি ১০ কোটি টাকার মুনাফা থেকে এবার ১৩ কোটি টাকা লোকসানে পড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সব সময় ভালো মুনাফা করলেও এবার সাড়ে ৮ কোটি টাকার লোকসান করেছে।
রাষ্ট্রায়ত্ত সংস্থার সামগ্রিক মুনাফা কমার অন্যতম কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এই সংস্থার মুনাফা নেমেছে ১ হাজার ২৬৪ কোটি টাকায়। গত অর্থবছর সংস্থাটি যেখানে ৯ হাজার ৫৫৯ কোটি টাকার মুনাফা করেছিল, বিশ্ববাজারে দাম কমলেও দেশে না কমানোয় বিপুল অঙ্কের ওই মুনাফা করে সংস্থাটি। বিটিআরসির মুনাফাও এবার অনেক কমে ২ হাজার ৬৫২ কোটি টাকায় নেমেছে। গত অর্থবছর এই সংস্থার নিট মুনাফা ছিল ৩ হাজার ৩১৯ কোটি টাকা। বিজেএমসির মুনাফা আগের অর্থবছরের ৮৪৪ কোটি টাকা থেকে কমে ৬৯৮ কোটি টাকায় নেমেছে।

সার্বিকভাবে শিল্প খাতের সংস্থাগুলোর নিট লোকসান হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি টাকা। ইউটিলিটি খাতের সংস্থার লোকসান হয়েছে ১ হাজার ১১৭ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে ৩ হাজার ৯৯৩ কোটি টাকা মুনাফা করেছে। বাণিজ্যিক খাতের প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ১০৬ কোটি টাকা। কৃষি ও মৎস্য খাতের সংস্থা মুনাফা করেছে ২৯ কোটি টাকা। নির্মাণ খাতের প্রতিষ্ঠান ৩০৫ কোটি টাকা মুনাফা করেছে। সেবা ও অন্যান্য খাতের প্রতিষ্ঠানগুলোর মুনাফা হয়েছে ১ হাজার ২৪৯ কোটি টাকা। আগের অর্থবছর যা ১ হাজার ৯৯১ কোটি টাকা ছিল।

 

বিপি/ আইএইচ

শেয়ার