Top
সর্বশেষ

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ট্রাস্ট ব্যাংক

১১ জুন, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ট্রাস্ট ব্যাংক

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষস্থানটি দখল করেছে ট্রাস্ট ব্যাংক। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই এর দাম কমেছে। ফলে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৩৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩৯ টাকা ৭০ পয়সা।

সমাপ্ত বছরটিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৫ জুন। রেকর্ড ডেটের পর কোম্পানিটির শেয়ার দাম কমেছে।

লভ্যাংশ ঘোষণার পর গত ২৬ এপ্রিল কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ১৯ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৯২ পয়সা।

এদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৩ লাখ ৮ হাজার টাকা।

ট্রাস্ট ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল স্ট্যান্ডার্ড সিরামিক। সপ্তাহজুড়ে এই কোম্পানির শেয়ার দাম কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ। ৮ দশমিক ৬২ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৭৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৬ দশমিক ৭৮ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ৬ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ দশমিক ৭৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৫ দশমিক ৩৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫ দশমিক ২৬ শতংশ এবং ইনটেক লিমিটেডের ৫ দশমিক ১৫ শতাংশ দাম কমেছে।

শেয়ার