Top

জাবিতে প্রথমবারের মতো প্রদর্শীত হলো থ্রি-ডি চলচ্চিত্র

১১ জুন, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
জাবিতে প্রথমবারের মতো প্রদর্শীত হলো থ্রি-ডি চলচ্চিত্র
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো প্রদর্শীত হলো ত্রিমাত্রিক চলচ্চিত্র । সাহিত্যিক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে নির্মিত ত্রিমাত্রিক (থ্রি-ডি) চলচ্চিত্র হচ্ছে অলাতচক্র।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জহির রায়হান অডিটোরিয়ামে এ ত্রিমাত্রিক চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী তিনদিননব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

অলাতচক্র বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য ত্রিমাত্রিক চলচ্চিত্র। আহমদ ছফা’র বাস্তব জীবনের অভিজ্ঞতায় রচিত এবং ১৯৯৩ সালে একই নামে প্রকাশিত ‘অলাতচক্র’ উপন্যাসের নাট্যরূপ হিসেবে নির্মিত। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। দর্শকদের পিনপতন নিরবতার মধ্য দিয়ে প্রায় দেড়ঘন্টাব্যাপী এ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

 

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি নাফিস মাহমুদ বলেন,

বিদুৎ সমস্যা ছিলো, তারপরও দর্শকরা আমাদেরকে ভালো সাড়া দিয়েছেন, আমাদের প্রোগ্রামটা আরো দুইদিন ব্যাপি, কিছু ওয়ার্কশপ এবং দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যেভাবে সবার সাড়া পাচ্ছি সামনে আরো প্রোগ্রাম নামানোর চিন্তা আমাদের।

শেয়ার