Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ফরিদগঞ্জে মেয়র পদে ৫ জন সহ ৮০ প্রার্থীর মনোনয়ন জমা

১৭ জানুয়ারি, ২০২১ ৮:১১ অপরাহ্ণ
ফরিদগঞ্জে মেয়র পদে ৫ জন সহ ৮০ প্রার্থীর মনোনয়ন জমা
ফরিদগঞ্জ সংবাদদাতা: :

আগামী ১৪ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোয়ন জমা দিলেন আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও বিদ্রোহীসহ ৫ প্রার্থী। নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন ৭৫ জন প্রার্থী।

তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারী রবিবার বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সূত্রে জানা গেছে।

নির্বাচন অফিস ও দলীয় সূত্র জানায়, শেষ দিন রবিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সকাল ১০ টার দিকে বিএনপির মনোনীত মো. ইমাম হোসেন পাটওয়ারী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শিউলি হরি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

একই দিন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন শিপন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী হাফেজ দেলোয়ার হোসেন তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৬৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ১১ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৪র্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ১৯ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি ধার্য করা হয়েছে।

শেয়ার