মাগুরা জেলার মহম্মদপুরের চরপাচুড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলসহ দুই গরু চোরকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে আজ পুলিশের হাতে তুলে দিয়েছেলের।
আকটকৃত দুই যুবক হলেন মোঃ পাখি সরদার (৩৫) এবং মোঃ আবুল হোসেন (৪৫)। পাখি সরদার আলফাডাঙ্গা উপজেলার চরনারান্দিয়া গ্রামের হিরু সরদারের ছেলে এবং আবুল হোসেন একই উপজেলার ধুলজুড়ি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।
এছাড়া ওই চোরদের কাছ থেকে একটি এফডেজ-৫ মোটরসাইকেল উদ্ধার করে। ওই মোটরসাইকেলটি আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সরদারের। শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত মাসের ২১শে জুন আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের সাইদ মোল্যার ছেলে শরিফুল মোল্যা (২২) প্রতিপক্ষ রঞ্জু গ্রুপের হাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় যোগিবরাট থেকে লুট হওয়া গরু মহম্মদপুরের মৃত শিহাব মোল্যার ছেলে হাসেম মোল্যার বাড়িতে রাখা হয়। বিষয়টি জানতে পেরে পাখি সরদার তার দুই সহযোগীকে নিয়ে রাত দশটার দিকে হাসেম মোল্যার গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। কিছু সময় পরে হাসেম মোল্যা গরুর খাবার দিতে গিয়ে গরুটি দেখতে না পেয়ে, গরু চুরি হয়েছে বলে চিৎকার দিলে এলাকাবাসী খোঁজাখুজি করে পাচুড়িয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের গরুসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
মহম্মদপুর থানার এসআই সাহেব আলী জানান, চুরি হওয়া গরুটি মার্ডার হওয়া এলাকা থেকে লুট করে চরপাচুড়িয়া গ্রামের হাসেম মোল্যার বাড়িতে রাখা হয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের মাধ্যমে জানা যায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নের চেযারম্যান মোঃ মিজানুর রহমান সরদারের। আটক পাখি সরদার চেয়ারম্যান মিজানুর রহমানের অবর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন বলেও জানা যায়।
মহম্মদপুর থানার পরিদর্শক (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গরু ও চোর আলফাডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ আলফাডাঙ্গা থানা পুলিশ গ্রহণ করবে।